ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১১ ১৪৩২

পা ভেঙে গেলেও শাহিনের বল করা উচিত ছিল: শোয়েব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আর সেই হারের মূল কারণ শাহিন শাহ আফ্রিদির চোট এক নিয়ামক হিসেবেই কাজ করেছে বলে মনে করেন অনেকে।

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও তার ব্যতিক্রম নয়। যদিও তিনি হারের পুরো দায় শাহিনের ইনজুরির ওপর চাপাতে রাজি নয়।

শোয়েব বলেছেন, ‘যখন আপনার দলের মূল বোলারই আনফিট হবে, তখন সে সমস্যা তৈরি করবেই।’ শোয়েব মনে করেন সবকিছুর পরও শাহিনের বল করে যাওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘সবকিছুর পরও এটা ফাইনাল। যদি পা ভেঙে যায়, যা ঘটার ঘটুক, তবুও চালিয়ে যাও; কিছু একটা করো। যাক, তবুও আমাদের ভাগ্যে ছিল না।’
বাবরের সিদ্ধান্ত সম্পর্কে তিনি আরও বলেন, ‘এটা বিশ্বকাপের ফাইনাল। আপনি এখানে ঝুঁকি নিতে পারেন আবার অধিনায়কের জায়গা থেকে নাও নিতে পারেন। এটা কঠিন সিদ্ধান্ত।’

সূত্র: জি নিউজ
এমএম/