ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

স্বল্পবসনা নারীদের সঙ্গে নৃত্য করা ভয়ঙ্কর ধর্মগুরু’র ৮৬৫৮ বছরের দণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯ এএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ১১:২১ এএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

তুরস্কের বিতর্কিত টিভি ধর্মপ্রচারক আদনান ওকতার। ভয়ঙ্কর এক ধর্মগুরু তিনি। হাজার হাজার নারী যার দৈনিক জীবনের সঙ্গী। নারীদের ওপর যৌন নির্যাতনসহ একাধিক অভিযোগে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড হয়েছে তার।

ইস্তাম্বুলের একটি আদালত বুধবার যৌন নির্যাতন ও নারীদের স্বাধীনতা হরণের এক মামলার পুনর্বিচারে তাকে এই দণ্ডাদেশ দিয়েছেন। খবর আনাদুলু এজেন্সি ও মিডল ইস্ট আইয়ের।

৬৬ বছর বয়সি আদনান ওকতারের নেতৃত্বে টেলিভিশন অনুষ্ঠানে ভারী মেকআপ নেওয়া ও ছোট পোশাক পরা অনেক নারীকে দেখা যেতো।

অনলাইন টেলিভিশন চ্যানেল এ৯ এ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ওকতার সৃজনশীলতা ও রক্ষণশীল মূল্যবোধ প্রচার করতেন। বেশিরভাগ অনুষ্ঠানে নারীরা ছোট পোশাকে টিভি স্টুডিওতে তার চারপাশে নৃত্য করতেন। তুরস্কের ধর্মীয় নেতারা ওকতারের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করতেন।

এর আগে, গত বছর এক বৃদ্ধকে যৌন নিপীড়ন, কিশোরীদের যৌন নির্যাতন, জালিয়াতি এবং রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তিসহ বিভিন্ন অপরাধের দায়ে তাকে এক হাজার ৭৫ বছরের সাজা দেওয়া হয়েছিল।

পরে দেশটির উচ্চ আদালত আদনান ওকতারের এই সাজা বাতিল করে মামলার কার্যক্রম পুনরায় শুরুর নির্দেশ দেন।

বুধবার ইস্তাম্বুলের উচ্চ ফৌজদারি আদালত ওকতারকে নারীদের যৌন নির্যাতন, স্বাধীনতা হরণসহ কয়েকটি অভিযোগে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। দেশটির সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে।

আনাদুলু বলেছে, আদালত আরও ১০ জন সন্দেহভাজনকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।
এসএ/