সৌদির পতাকার রঙে রাঙালেন নিজের বাড়ি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪২ এএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার

আর্জেন্টিনা-ব্রাজিলের উন্মাদনার মধ্যে ভিন্নধর্মী এক ফুটবলপ্রেমির দেখা মিললো লক্ষ্মীপুরে। সৌদি আরবকে ভালোবেসে নিজের টিনশেড বাড়িটিকে সৌদির পতাকার রঙ্গে রাঙিয়ে দিলেন এক ফুটবল ভক্ত।
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ভিড়ে ব্যতিক্রম এই সমর্থক নজর কাড়ছেন সবার।
লক্ষীপুরের সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে দেখা মিলবে সেই বাড়িটির। টিনশেড বাড়িটিকে সৌদি আরবের পতাকার রঙ দিয়ে সাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই ভক্ত। সবুজ এবং সাদা রঙে রাঙানো বাড়িটি বিশেষভাবে পরিচিতি পেয়েছে স্থানীয়দের কাছে।
ব্যতিক্রম ওই বাড়িটি দেখতে অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন। কেউ কেউ আবার বেশ উৎসাহের সঙ্গে তুলছেন সেলফিও।
সেই সৌদি ভক্ত নুর মোহাম্মদ বলেন, সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে দাঁড়ায়, প্রিয় নবির জন্মভূমিও সেখানেই। তাই দেশটির প্রতি ভালোবাসাটা একটু বেশিই তার।
২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। এর আগেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের আমেজ। ফুটবলপ্রেমিদের চোখ এখন কাতারের দিকে।
এএইচ