ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

সূর্য্যের দানবীয় ব্যাটিংয়ে পুড়ল নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২০ নভেম্বর ২০২২ রবিবার

দানবীয় শতক হাঁকানো সূর্য্য কুমার যাদব

দানবীয় শতক হাঁকানো সূর্য্য কুমার যাদব

সূর্য্য কুমার যাদবের দানবীয় ব্যাটিংয়ের পর দীপক হুডার বোলিং ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী ভারত। 

রোববার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে সূর্য্য কুমারের দানবীয় সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৯১ রান করে টিম ইন্ডিয়া। ৫১ বলে ১১ চার ও ৭ ছয়ে ১১১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন যাদব। 

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে ওপেনার ইশান কৃষাণের ব্যাট থেকে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন টিম সাউদি। 

পরে বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দিপক হুডার স্পিন ঘূর্ণি আর মোহাম্মদ সিরাজের বোলিং তোপে ১২৬ রানেই অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ২ ওভার ৫ বল করে ১০ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন দিপক। তবে ম্যাচ সেরা হন ব্যাটে ঝড় তোলা সূর্য্য কুমার যাদব।

২২ নভেম্বর নেপিয়ারে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচটি। এর আগে, প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

এনএস//