স্বপ্নপূরণের শেষ সুযোগ মেসি’র
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার | আপডেট: ০১:৫০ পিএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার
কাতার বিশ্বকাপই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তার বক্তব্য তেমনটাই ইঙ্গিত দেয়। আর্জেন্টিনার এ তারকা তাই শেষটা রাঙিয়ে দিতে চান।
বিশ্বকাপে মঙ্গলবারের ম্যাচ শুরু করার আগে মেসি একটা সুখবর দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকদের। তিনি বেশ ফুরফুরে মেজাজেই আছেন। শারীরিকভাবেও দারুণ ফিট। এখন অপেক্ষা শুধু মাঠে নামার।
বাংলাদেশ সময় বিকাল ৪টায় অপেক্ষার অবসান ঘটবে। লুসাইলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
সংবাদ সম্মেলনে মেসি বলেছেন, “শারীরিকভাবে খুব ভালো বোধ করছি। মানসিক ও শারীরিক—দুই দিক থেকেই খুব ভালো আছি। কোনো সমস্যা নেই।”
অনেকেই মেসির চোট নিয়ে শঙ্কায় ছিলেন। কিন্তু সাতবারের এই বর্ষসেরা ফুটবলার শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, “আলাদা অনুশীলন করার কথা লোকে বলাবলি করেছে, সেটা কানে এসেছে। আসলে একটু আঘাত পেয়েছিলাম তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। স্রেফ সাবধানতা হিসেবে এটা করেছি।”
তিনি আরও জানালেন, কাতারের আবহাওয়া ভিন্ন হলেও সেজন্য আলাদা করে কোনো প্রস্তুতি নেননি। বলেন, “বিশেষ কিছুই করিনি। শুধু নিজের যত্ম নিয়েছি, যেভাবে গোটা ক্যারিয়ারজুড়েই করে এসেছি। আমি জানি এই মুহূর্তটা বিশেষ, কারণ এটাই সম্ভবত আমার শেষ বিশ্বকাপ। যে স্বপ্নটা আমি এবং আমরা দেখে এসেছি তা পূরণের এটাই শেষ সুযোগ।”
এসএ/