ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

কালিয়াকৈরে ব্যাংক এশিয়ার দ্বিতীয় এটিএম বুথ চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

নারী গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিক সেবা প্রদানের ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈরে ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড প্রাঙ্গণে নারীদের জন্য দ্বিতীয় এটিএম চালু করলো ব্যাংক এশিয়া। 

ব্যাংকিং সেবায় নারী গ্রাহকদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে লিঙ্গ বৈষম্য দুরীকরণের লক্ষে গেটস ফাউন্ডেশন এবং ব্যাংক এশিয়ার এটি একটি যৌথ উদ্যোগ। 

সম্প্রতি ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বিন কাসেম, ব্যাংক এশিয়ার ডিজিটাল ব্যাংকিং-এর এসভিপি মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং এফভিপি ও এডিসি প্রধান মোঃ মনিরুজ্জামান খানকে সাথে নিয়ে এটিএম বুথের উদ্বোধন করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি