ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩১ ১৪৩১

বিশ্বকাপ ও আমাদের বিনোদন 

মনির হোসেন

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার | আপডেট: ০৪:১৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার

বাংলাদেশের ফুটবল দর্শকদের এই উন্মাদনা ছুঁয়ে গেছে ফিফাকেও

বাংলাদেশের ফুটবল দর্শকদের এই উন্মাদনা ছুঁয়ে গেছে ফিফাকেও

নানা অঘটনের বিশ্বকাপ। সৌদির সঙ্গে সুপার ফেভারিট আর্জেন্টিনার হার দিয়ে এই অঘটন শুরু। এরপর জার্মানি ও স্পেনের বিপক্ষে জাপানের চমকে দেওয়া জয়। প্রথম রাউন্ডে জার্মানি এবং বেলজিয়ামের বিদায় রঙিন আসরকে কিছুটা হলেও ধূসর করেছে। কোস্টারিকার বিপক্ষে স্পেনের ৭ গোলের জয় জানান দিলো সেভেন আপের ব্র্যান্ডিংয়ে তারাও কম যায় না। সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমার ছাড়াই জয় পেল এই বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় দানি আলভেজের দল ব্রাজিল।  

প্রথম ম‍্যাচে হারলেও পরবর্তীতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে দলটির জন‍্য শঙ্কাও কম নয়। এছাড়াও কাতারের আসরে খেলার সুযোগই পেল না তিনবারের বিশ্বকাপ জয়ী ইতালি। অন‍্যদিকে উন্নত প্রযুক্তি ব‍্যবহারের যুগেও রেফারির পক্ষপাতিত্ব ছিল চোখে পড়ার মতো। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয় তার বাস্তব উদাহরণ। এভাবে আরও ছোটখাটো ঘটনা অনেক।

তবে ফুটবল বিশ্বকাপকে সব সময়ই প্রাণবন্ত করে রাখে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থক যুদ্ধ। একদল অন‍্যদলকে পচাতে বুদ্ধিদীপ্ত আক্রমণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক যুদ্ধ, রম‍্য আয়োজন এবং গ্রাফিক ও কার্টুনের ব‍্যবহার খেলারও বেশি আনন্দ দেয়। 

সৌদির সঙ্গে আর্জেন্টিনার খেলার দিনে ব্রাজিলের সমর্থকরা ধর্মীয় কারণ দেখিয়ে সৌদির পক্ষে পুরো ফেসবুকবাসীকে একত্রিত করার চেষ্টায় ঘাটতি রাখেননি। সরাসরি এবং ভার্চুয়াল দুই মাধ‍্যমেই খেজুর বিতরণ করলেন। আবার পোল‍্যান্ড বা ম‍্যাক্সিকোর সঙ্গে সৌদির খেলার দিনে ওনাদের অনেকে খেলা দেখারই সুযোগ পেলেন না। 

একই কাজ করলেন আর্জেন্টাইন সমর্থকরা। সার্বিয়ার সঙ্গে খেলায় নেইমারের ইনজুরি তাদের অনেকের কাছে ঈদ বোনাসের মতো ছিল।
এবারে আসরে মানুষের নজর অন‍্যদিকে ফেরানোর চেষ্টাও কম হয়নি।

হঠাৎ করেই শাকিব খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিলেন নায়িকা শবনম বুবলী। বিভিন্ন ধরণের কূটনৈতিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত বুবলীকে থামানো সম্ভব হলেও লক্ষ‍্যের প্রতি অবিচল ছিলেন নিপুণ। আদালতের রায়ে জায়েদ খানকে হারিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ দখল করলেন তিনি। তবে নিপুণের এই ঘটনা বিশ্বকাপের কাভারেজে তেমন কোনো বাধা সৃষ্টি করতে না পারলেও বাংলাদেশের মিডিয়া থেকে গুরুত্ব হারিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

লেখক: সাংবাদিক। 

এএইচএস