ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

কোভিড: আরও ১ মৃত্যু, শনাক্ত ৩২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০০ পিএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার

মৃত্যুহীন এক দিন পর দেশে আবারও এক কোভিড রোগীর মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩২ জন।

এতে মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৩৬ জন। আর মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৭১৭ জন হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্ত আরও জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

যে ব্যক্তি মারা গেছেন, তিনি সিলেট বিভাগের বাসিন্দা। ষাটোর্ধ ওই নারী একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ গত সোমবার একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছিল। এরপর মঙ্গলবার ছিল মৃত্যুহীন।

গত ২৪ ঘণ্টায় ৭০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ২৮০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এমএম/