ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

‘কেজিএফ’ অভিনেতা কৃষ্ণ রাও মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫১ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

কেজিএফ: চ্যাপ্টার ওয়ান-এ অন্ধ বৃদ্ধের চরিত্রে অভিনয় করা কৃষ্ণ জি রাও মারা গেছেন। বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বয়সজনিত অসুস্থতার কারণে অভিনেতাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এই অভিনেতা। মধ্যরাতে হঠাৎ অসুস্থবোধ করায় দ্রুত তাকে বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেশ কিছুদিন ধরে ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। কিছুদিন আগেও ফুসফুসে সংক্রমণ দেখা গিয়েছিল তার। বেশ কিছুদিন আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।

জনপ্রিয় দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ১-এ’ অন্ধ বৃদ্ধের ভূমিকায় দেখা গিয়েছিল কৃষ্ণা রাওকে। তারপর ‘কেজিএফ চ্যাপ্টার ২’ তেও তাকে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও বেশ কিছু ছবিতে কাজ করেছেন কৃষ্ণা রাও।

এসবি/