ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

অভিনব কায়দায় কক্সবাজার থেকে ইয়াবা আসে গাজীপুর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে অভিনব কায়দায় ইয়াবা আসতো গাজীপুরসহ বিভিন্ন জেলায়। এরই ধারাবাহিকতায় ৬ হাজার পিস ইয়াবা পাচারকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টাসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের বাসন এলাকার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একজন মাদক কারবারিকে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

একটি অসাধু চক্র কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ভেতরে অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগর এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছিল। 

এমন গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ। এসময় ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদ মোহাম্মদ নোবেল নামে একজনকে গ্রেফতার করে। 

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে বাসন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে বলে জানান উপ-কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান।

পুলিশের সন্দেহ, আটককৃত রোহিঙ্গা নাগরিক। এ বিষয়ে তদন্ত চলছে।

এএইচ