ঢাকা, রবিবার   ১৬ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

বাংলাদেশ সফররত ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পরমাণুবিষয়ক আলোচক আলী বাঘেরি কানি জানিয়েছেন, জ্বালানিসহ যেকোনো দ্বিপাক্ষিক বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ইরান।

বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিশ্চিত করতে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা চায় ইরান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আলী বাঘেরি কানি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই–ইরান এটা বারবারই প্রমাণ করেছে।

আলী বাঘেরি বলেন, বিশ্ববাজারে ইরানি তেলের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু উৎপাদন ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য করতে হিমশিম খাচ্ছে ইরান।

এমএম/