ঢাকা, রবিবার   ১৬ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

শৈত্য প্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার

প্রবল ঠাণ্ড আর শৈত্য প্রবাহের জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন এই সতর্কতা থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

ভারতের আবহাওয়া অফিস আরও জানিয়েছে, তীব্র শৈত্যপ্রবাহ চলবে দিল্লী, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায়। ২ দিন এ পরিস্থিতি জারি থাকবে হিমাচল প্রদেশেও।

ঘন কুয়াশা আর মেঘলা আকাশ দেখা যাবে আরও কয়েক দিন। কনকনে ঠাণ্ডার জন্য বিহার, উত্তরপ্রদেশে শীতকালীন ছুটি শুরু হয়েছে। 

এদিকে, কুয়াশার কারণে দিল্লীতে বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কুয়াশার কারণে ৫০ মিটার দূরত্বের কিছু দেখতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

তবে কলকাতায় কমেছে শীতের প্রকোপ। 

এএইচ