ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

মৌলভীবাজারে দেখা মিলছেনা সূর্যের, কনকনে ঠাণ্ডা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৫ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার

মৌলভীবাজার জেলা জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশা ও কনকনে ঠাণ্ডায় জনজীবনের নেমে এসেছে স্থবিরতা। 

শনিবার সকাল ৯টায় জেলার শ্রীমঙ্গলে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। 

পাশাপাশি গবাদিপশু নিয়েও মানুষ পড়েছে বিপাকে। পশুর গায়ে ছেড়া বস্তা ও কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

গত কয়েকদিন ধরে মৌলভীবাজারের তাপমাত্রা উঠানামা করছে। দিনের আধাবেলাই মিলছেনা সূর্যের দেখা।  রাত থেকে দুপুর ১২-১টা পর্যন্ত ঢেকে থাকছে কুয়াশায়।

এদিকে ঘন কুয়াশার কারণে দিনেরবেলা লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে সামনের ১০-১২ দিন আবহাওয়া অপরিবর্তিত থাকবে। কুয়াশা কেটে গেলে শীত আরও বাড়বে।

এএইচ