ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৯ ১৪৩১

উৎসবের দিনে মেহেরপুরে পুরো বই পায়নি শিক্ষার্থীরা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার

মেহেরপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে বই উৎসব। উৎসব শুরু হলেও পুরো বই পায়নি ছাত্রছাত্রীরা। 

রোববার সকাল সাড়ে ১০টায় মুজিবনগর উপজেলার রামনগর সরকারী প্রাথিমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেশ বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন প্রমুখ। 

এদিকে, বই উৎসব শুরু হলেও পুরো বই পায়নি ছাত্রছাত্রীরা। প্রাথমিক পর্যায়ে মিলেছে বাংলা ও ইংরাজি বই। আর মাধ্যমিক বিদ্যালয়ে মিলেছে একটি করে বই। আবার কোথাও কোথাও ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা বইই পায়নি। 

এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। দ্রুত বই না পেলে পড়ালেখার ব্যাঘাত ঘটার সম্ভবনা রয়েছে বলে জানায় তারা। পাশাপাশি দ্রুত বই পাওয়ার আবেদন ছাত্রছাত্রীদের।

আজ একটি করে বই দিলেও আগামী কয়েক দিনের মধ্যে ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছে যাবে বলে দাবি শিক্ষকদের। অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দাবি ৭৫ ভাগ বই জেলায় পৌঁছে গেছে। বাকি বই দুই-একদিনের মধ্যে বাকিটা পৌঁছে যাবে।

জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বই পেয়ে যাবে।

এএইচ