ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। 

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় প্রান্তে কয়েশ’ যানবাহন আটকা পড়ে।  দীর্ঘ সময় আটকে থাকায় শীতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশায় ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে।

এএইচ