ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

ফের জয়ের ধারায় টটেনহ্যাম, কেইনের জোড়া গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯ এএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

এক ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরেছে টটেনহ্যাম। হ্যারি কেইনের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ তে হারিয়েছে তারা।

সেলহার্স্ট পার্কে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলে টটেনহ্যাম। প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। 

তবে বিরতির পরই সফলতা পায় অ্যান্তনিও কন্তের দল। ৪৮তম মিনিটে দলকে লিড এনে দেন অধিনায়ক হ্যারি কেইন। ৫ মিনিট পর তারই দ্বিতীয় গোলে আরও এগিয়ে যায় টটরা। 

৬৮তম মিনিটে ব্যবধান ৩-০ করেন ম্যাট ডোহার্টি। আর ৭২তম মিনিটে ক্রিস্টাল প্যালেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জাপানিজ ফরোয়ার্ড সন হিউং-মিন। 

এ জয়ে ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ নম্বরে টটেনহ্যাম।

এএইচ