ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

নড়াইলে ৫০০ শীতার্ত মানুষের পাশে রেডক্রিসেন্ট

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার

কুয়াশাচ্ছন্ন কনকনে শীতের মধ্যে ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিট। 

শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল চৌরাস্তা এলাকায় রেডক্রিসেন্ট ভবনে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ওমর ফারুক, রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষসহ অনেকে।

গত এক সপ্তাহ ধরে নড়াইলে সূর্যে্যর দেখা মিলছে না। তীব্র শীতে বিপর্যস্ত বিভিন্ন পেশার মানুষ। এ পরিস্থিতির মধ্যে কম্বল পেয়ে খুশি শীতার্ত ৫০০ মানুষ।

এএইচ