ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে ৪ বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৫ এএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার

গাজীপুরের ছয়দানা এলাকায় শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে ৪টি বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। এছাড়া কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।  

পরে মঙ্গলবার রাত ৯টায় পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের চারটি বাসে আগুন দেয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বাসে উত্তেজিত জনতার দেওয়া আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পরে তাদের স্থানীয় তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

পরে রাত ৯টার দিকে ওই মহাসড়কে যানবহন চলাচল স্বাভাবিক হয়।

এএইচ