ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

মেসির গোল, জয়ে ফিরলো পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০ এএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

বিশ্বকাপের মিশন শেষে পিএসজিতে যোগ দিয়েই গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর তাতে এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরলো ফরাসি জায়ান্টরা।

ঘরের মাঠে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে অ্যাঙ্গারসকে ২-০ গোলে হারিয়েছে ক্রিস্তোফা গালতিয়েরের দল। এই জয়ে শীর্ষস্থান আরও সুসংহত হলো পিএসজির।

মেসির সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নেইমারও দেখিয়েছেন পায়ের কারিকুরি।

নিজ মাঠে প্রথম আক্রমণেই সফলতা পায় ফরাসি জায়ান্টরা। মাত্র ৫ মিনিটের মাথায় নদ্রি মুকিয়েলের বাড়ানো বল জালে জড়ান ফ্রান্স ফরোয়ার্ড হুগো একিটিকে। 

প্রথমার্ধের আরও কিছু সুযোগ তৈরি করে পিএসজি, তবে জালের দেখা না পেলে ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। 

৭২ মিনিটে দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ান লিওনেল মেসি। মুকিয়েলের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা। শুরুতে লাইন্সম্যান অফসাইড দিলেও ভিএআরের সহায়তা নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।

বাকি সময় আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিজেই মাঠ ছাড়ে মেসি-নেইমাররা। 

এ জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি। আগের ম্যাচে পিএসজিকে মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ দেয় লঁস।

এএইচ