কিংবদন্তি গিটারিস্ট জেফ বেক আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ব্রিটিশ রক গিটারিস্ট জেফ বেক মারা গেছেন। তার অফিসিয়াল টুইটার পেজে পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কালজয়ী এই তারকার বয়স হয়েছিলো ৭৮ বছর।
টুইটারে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বেকের মস্তিষ্কের ঝিল্লিতে হঠাৎ ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছিল। গতকাল (বুধবার) তিনি শান্তিপূর্ণভাবে মারা গেছেন।
গিটার নিয়ে খেলতে পছন্দ করা এই বাদক ২০০৯ সালে এক বক্তব্যে বলেছিলেন, আমি আসলে গিটার নিয়ে খেলি। গ্রামার নিয়ে ভাবি আর তা ভাঙি। একটি গানে কমপক্ষে ১০ বার নিয়ম না ভাঙলে আমার মনে হয়, কাজটি ঠিকভাবে করছি না।
প্রভাবশালী এই শিল্পীর গিটারের জাদু প্রভাবিত করেছিল হেভি মেটাল, জ্যাজ-রক ও পাঙ্কের মতো আন্দোলনকে।
জেফ বেকের পুরো নাম জিওফ্রে আর্নল্ড বেক। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি ‘দ্য ইয়ার্ডবার্ডস’ ব্যান্ডে বাজিয়েছিলেন। পরবর্তীতে নিজের একক পারফর্মেন্সে মনোযোগ দেন। কেবল গিটারের মুর্ছনা ছড়িয়েই তিনি জয় করেছেন বিশ্ব। হয়েছেন সেরাদের সেরা।
এসবি/