ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

নাসিরনগরে শাপলা বিল পুন:খনন কাজের উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের রাজগোপাট শাপলা বিল ও বাদুর খাল পুন:খনন কাজের উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। 

এ উপলক্ষে রোববার দুপুরে স্থানীয় সিদ্দিশ্বরী মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিম কুমার পালের সভপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কুমিল্লা-চাদঁপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প কুমিল্লার অধীনে নদী, খাল বিল ও জলাশয় পুন:খননের আওতায় ১ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে শাপলা বিলের ৬ কিলোমিটার এলাকা পুন:খনন কাজ করা হচ্ছে। 

গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদ আলী ও যুবলীগ নেতা ভানু দেবের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী রনি সাহা, উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া রেজা হাকিম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লতিফ হোসেন, গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম বেলায়েত প্রমুখ।
কেআই//