ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, কলেজছাত্র নিহত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সাতক্ষীরার কলারোয়ায় ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আরেক ছাত্র গুরুতর আহত হন। 

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কলারোয়া পৌর সদরের গোপিনাথপুর হোসেন ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরার দিক থেকে দ্রতগতির ২টি মোটরসাইকেলে ৪ জন কলারোয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে হোসেন ফিলিং স্টেশনের সামনে আসা মাত্রই একটি ট্রাকের (যশোর-ড-১১-১১২৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জাকির হোসেন (২২) ও সামিউল (২২) গুরুতর আহত হন। 

এসময় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিলে জাকির হোসেনকে মৃত্যু বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। 

পরে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। 

জানা যায়, সাতক্ষীরার রাজারবাগ গ্রামের মনিরুল ইসলামের ছেলে জাকির হোসেন (২২), পুরাতন সাতক্ষীরার সামিম রেজার ছেলে সামিউল (২২), সাতক্ষীরার কলেজ মোড় এলাকার জাকির হোসেনের ছেলে আরিফ হোসেন (১৮) ও ইউসুফ আলীর ছেলে আমিনুর রহমান (২২) ৪ বন্ধু মিলে কলারোয়ায় আসছিলেন। 

তাদের দুই বাইকের মধ্যে জাকির হোসেন দ্রুতগতিতে চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিকার হন। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা হবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এএইচ