ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

চীনের ৮০ শতাংশ মানুষ করোনাভাইরাসে সংক্রামিত হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২ এএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার

চীনের ৮০ শতাংশ মানুষ করোনাভাইরাসে সংক্রামিত হয়েছে বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

সংস্থাটি বলছে, চলমান চন্দ্র নববর্ষের ছুটির সময় জনগণের গণ-চলাচল মহামারীর আরও বিস্তার ঘটাতে পারে।

এই সময় কিছু এলাকায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লিনিক ও জরুরি   সেবা কক্ষে কোভিড রোগীদের সর্বোচ্চ পর্যায় অতিক্রম করেছে। তবে অদূর ভবিষ্যতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

এদিকে, নববর্ষের ছুটি উপলক্ষে কয়েক কোটি চীনা নাগরিক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বজনদের সঙ্গে দেখা করতে ছুটে যাচ্ছেন।

 দেশটিতে করোনার বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ায় বিপুল সংখ্যক মানুষের এই অবাধ যাতায়ত সংক্রমণ বাড়াতে পারে। 

এসবি/