ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

জার্মান আ.লীগের সভাপতি ও সম্পাদকের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জার্মান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে তারা শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় জার্মান বাংলা প্রেসক্লাবের সাংবাদিক খান লিটন, জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান খান নুরী উপস্থিত ছিলেন।  

এর আগে জার্মান আওয়ামী লীগের নবনির্বাচিত এ সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় রাষ্ট্রপতি জার্মানিতে অবস্থানরত বাংলাভাষাভাষি মানুষদের খোঁজ খবর নেন।

এর আগে গত ১৬ অক্টোবর বার্লিনের একটি মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন মিজানুর হক খান এবং সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল।

সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জার্মানি আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল হক। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মাবু জাফর স্বপন। সঞ্চালনা করেন জার্মানি আওয়ামী লীগের নেত্রী নূরজাহান খান নুরি, বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক রুবেল ও সেলিম ভুইয়া।

ওই সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

এসি