কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সমুদ্রপথে চট্টগ্রামে প্রবেশ করার আগেই কক্সবাজারের পেকুয়া লঞ্চঘাটে দুইলাখ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক ও পাচারকারী ট্রলার জব্দ করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৭ এর চান্দগাও কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদে র্যাবের বিশেষ দল কক্সবাজারের বদরখালী থেকে আসা ট্রলারটিতে অভিযান চালায়।
মাছের বাক্সগুলোর নিচে প্যাকিং করা ছিলো ইয়াবা। আটক পাঁচজনের মধ্যে রয়েছেন ইয়াবাপাচারে মধ্যস্থতাকারী কুতুপালং ক্যাম্পের এক রোহিঙ্গা।
এসবি/