ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

চীন থেকে মুখ ফিরিয়ে ইউরোপে নজর মার্কিন কোম্পানিগুলোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার

চীনে কঠোর কোভিড ব্যবস্থাপনা ও ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে দেশটির বাইরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও দ্বিগুণ প্রবৃদ্ধি অর্জনের কথা ভাবছে মার্কিন শীর্ষ বিনিয়োগ কোম্পানিগুলো। যে কারণে বর্তমানে ইউরোপে এসব সংস্থাগুলোর জনবল নিয়োগের মৌসুম চলছে।

ক্যাপিটাল গ্রুপ, জেপিমরগান অ্যাসেট ম্যানেজমেন্ট, টি রো প্রাইস এবং ব্ল্যাকরক এর মতো প্রধান আমেরিকান কোম্পানিগুলো ইউরোপে দীর্ঘস্থায়ী অফিস সম্প্রসারণের পরিকল্পনা করছে। কারণ, তারা নিজেদের বাজারের বাইরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে প্রবৃদ্ধি অর্জনের পথ খুঁজছে।

কনসালটেন্সি কোম্পানি ইনডেফির অংশীদার জোনাথন ডুলান ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, চীন আবার খুলতে পারে বা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে; তবে দেশটির কোভিডবিরোধী উগ্র ব্যবস্থাপনা, ইইউর টেকসই বিনিয়োগে ফেরা এবং বেইজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কারণে ইউরোপে স্থায়ী হওয়ার জোর প্রচেষ্টা চলছে কোম্পানিগুলোর।

তিনি বলেন, “সেই ১-২-৩ পাঞ্চ…যার মানে হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক কোম্পানি তাদের লক্ষ্য অর্জনে ইউরোপকে পুনরায় যাচাই করতে শুরু করেছে।”

আমেরিকান ফার্ম ফেডারেটেড হার্মিসের প্রধান নির্বাহী সাকের নুসিবেহ বলেন, “ইউরোপ এখনো একটি আকর্ষণীয় বাজার হিসেবে রয়েছে।…মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বৃহত্তম প্রাতিষ্ঠানিক এবং পাইকারি বাজার এটি।”

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টদের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ক্রমবর্ধমান সম্পদের বাজারের কারণে জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং নর্ডিক দেশগুলো এসব কোম্পানির বিশেষ নজরে রয়েছে।

এসি