ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

ময়মনসিংহে শহীদ মিনার অবমাননার অভিযোগ (ভিডিও)

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ থেকে

প্রকাশিত : ১০:৫৭ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার | আপডেট: ১১:১৯ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে চলছে পুষ্পমেলা। সিটি কর্পোরেশনের এই আয়োজনকে ঘিরে শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠেছে। মেলায় আসা অনেকেই জুতো পায়েই উঠছেন শহীদ মিনার বেদিতে। স্টল মালিকরা রেখে দিয়েছেন গোবরের বস্তা ও ফুলের টব। এ নিয়ে ক্ষুব্ধ ভাষা সৈনিক পরিবারের সদস্যরা। 

ভাষার মাসে পুষ্পমেলা দেখতে এসে এভাবেই জুতো পায়ে শহীদ মিনারে উঠে যেতে দেখা যাচ্ছে দর্শনার্থীদের। কেউ আবার জুতো পায়ে মিনারে উঠে সেলফি তোলায় ব্যস্ত। অনেকে দুঃখপ্রকাশ করে জানান, শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা সবারই দায়িত্ব।

মেলায় আসা দর্শনার্থীরা বলেন, “ফেব্রুয়ারি মাসেই শুধু ২১ ফেব্রুয়ারি নিয়ে কথা বলবো এটা হয় না। তাহলে যেটা হবে, আজকে আমি জুতা নিয়ে উঠেছি পরের দিন থেকে এরকমই চলতে থাকবে। শহীদ মিনারটা আড়ালে রেখে সামনে তারা স্টলগুলো করতে পারতো। শহীদ মিনারের সম্মানহানী করে কোনো মেলা আযোজন করা ভালো কাজ বলে মনে করিনা।”

১৬ জানুয়ারি থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে কেন্দ্রিয় শহীদ মিনারে বসে ২১ দিনের পুষ্পমেলা। স্টল মালিকরা মিনারের উপর শুকনো গোবরের বস্তা ও ফুলের টব রেখে বেচাবিক্রি করছেন। 

ভাষার মাসে শহীদ মিনারের অবমাননায় ক্ষুব্দ ভাষাসৈনিকের এই সন্তান। 

ময়মনসিংহ ভাষাসৈনিকের কন্যা মনিরা সুলতানা এমপি বলেন, “শহীদ মিনারের উপর কিছু করলে আমরা ভাষাসৈনিকের সন্তান হিসাবে আমরা দুঃখ পাই, কষ্ট পাই। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সিটি মেয়রের দাবি সচেতনতার অভাবেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, “নতুন প্রজন্মের কাছে আহ্বান জানাবো, এটি যেনো তারা সঠিকভাবে প্রতিপালন করেন। এছাড়াও যারা এখানে অংশগ্রহণ করছেন তাদেরকে বলেছি। বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করবো যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান তাঁর।

এএইচ