ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

বই মেলায় নূহা চৌধুরীর গল্পগ্রন্থ ‘শৈলজ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার | আপডেট: ০৮:৫০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

অমর একুশে গ্রন্থমেলায় উপকথা প্রকাশন থেকে প্রকাশিত হলো নূহা চৌধুরী'র দ্বিতীয় গল্পগ্রন্থ ‘শৈলজ’

নূহা চৌধুরীর জন্ম ঢাকায়, বেড়ে ওঠাও এখানেই। কিন্তু তার লেখায় শহুরে প্রভাবের পাশাপাশি গ্রামীন পরিবেশের বিস্তার ও লক্ষ্য করা যায়। লিখতে যেয়ে পড়াশোনা করেন বিস্তর, যার ছাপ তার লেখায় পরিলক্ষিত হয়। তার দ্বিতীয় গল্পগ্রন্থ শৈলজেও প্রকৃতি, পরিবেশের আনাগোনা রয়েছে।  

শৈলজ শব্দের অর্থ পর্বতজাত কিংবা পাহাড় সম্পর্কীয়। লেখকের কাছে পাহাড়কে বেশ রহস্যময় মনে হয়। বিরাটকায় শরীরের ভাঁজে ভাঁজে যেন লুকিয়ে আছে কত কথা, তত্ত্ব, রহস্য। এই বইয়ের গল্পগুলো একটু ভিন্নরকম। সব গল্পের হয়তো ব্যখ্যা নেই, তবে গল্পগুলো পড়তে পড়তে গা শিরশিরে একটা অনুভূতি জাগতে পারে। 

যে ঘটনা গুলো দৈনন্দিন না তাদের আনাগোনা বইয়ের পাতায় হলে কেমন হয়? 

অতিপ্রাকৃত ঘরানার বইটিতে রাতারাতি বিস্তার করা মস আর শৈবাল, কারো বাসার বারান্দায় একুরিয়াম ভর্তি রহস্য শামুকের দল, পুরোনো পুকুরে ঝনঝন শব্দে ডেকে যাওয়া শিকল, প্রতিবিম্বের অবাক চাহনী, কেন অবেলায় পেঁচার আওয়াজ শুনে বুকে ঢাক বাজতে থাকে ইত্যাদি প্রশ্নের উত্তর পাওয়া যাবে। 

উপকথা প্রকাশন থেকে প্রকাশিত, ফাইজা ইসলামের করা প্রচ্ছদ এবং অলংকরণে এই গল্প সংকলনটি রকমারীসহ বিভিন্ন অনলাইন বুক শপ থেকে কেনা যাবে।

এসি