ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

৫০০ টি-টোয়েন্টি খেলে ‘গার্ড অব অনার’ পেলেন মালিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার | আপডেট: ০৯:১৮ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

টি-টোয়েন্টির ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০০তম ম্যাচ খেলার কীর্তি গড়লেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। আর এ জন্য সতীর্থদের কাছ থেকে পেলেন ‘গার্ড অব অনার’।

বর্তমানে মালিক খেলছেন বিপিএলে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে যখন তিনি মাঠে নামেন তখনই তিনি গড়ে ফেললেন বিশাল এক কৃতী। এ কারণে তার দল রংপুর রাইডার্স শোয়েব মালিককে দিয়েছে বিশেষ এক সম্মাননা। ঢাকার বিপক্ষে ম্যাচ শুরুর আগে মিরপুর শের-ই বাংলার স্টেডিয়ামে তিনি পেয়েছেন ‘গার্ড অব অনার’।

মালিক ক্যারিয়ার শুরু করেছিলেন একজন অফ-স্পিনার হিসেবে। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর কেটে গেছে ২৫ বছর। এর মধ্যে কখনো অলরাউন্ডার, কখনো পুরোদস্তুর ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে।

৫০০তম ম্যাচে ব্যাট করার আগ পর্যন্ত ১২ হাজার ২৮০ রান করেছেন মালিক। পাশাপাশি ১৬২ উইকেট শিকার করেছেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার কাইরন পোলার্ড (৬১৪টি) এবং ডোয়াইন ব্রাভো (৫৫৬টি) এ রেকর্ড গড়েছেন।
এসএ/