মুক্তি পেলেন ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

জামিনে মুক্তি পেলেন বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। ৬২ বছর বয়সী এই নির্মাতা আটকের প্রতিবাদে অনশন শুরু করেন। এরপর তেহরানের এভিন কারাগার তাকে মুক্তি দেয়।
পানাহির আইনজীবী ইউসেফ মৌলাই এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে পানাহি জামিনে মুক্তি পেয়েছেন এবং বাড়ি ফিরেছেন।
অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, দুই দিন অনশন করার পর পানাহি ভালো আছেন বলে তার আইনজীবী জানান।
পানাহির স্ত্রী তাহেরেহ সাইদি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে স্বামীকে গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছেন।
তার মুক্তির বিষয়ে বিচার বিভাগ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার খবরে বলা হয় যে পানাহি অনশন শুরু করেন। তিনি খাবার ও পানি প্রত্যাখ্যান করেছিলেন।
এই ঘটনার পর তাকে নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। যিনি ইউরোপের শীর্ষ তিনটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছেন।
সূত্র: আল-জাজিরা
এসএ/