ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

চারপাশে আগুন, বের হতে না পেরে দোকানেই দগ্ধ হয়ে মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

ফুলকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে আইসড়া বাজারে নিজের দোকানে কাপড় আয়রন করছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এ সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। তিনি দোকান থেকে বের হতে পারেননি। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। 

নিহত সৈয়দ মঞ্জুরুল ইসলাম (৬০) আইসড়া গ্রামের মৃত সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন।

বাসাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার লিডার মোঃ মাজহারুল ইসলাম জানান, তারা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান। ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

এএইচ