ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসা ও ইউরোপে ওয়ার্কপারমিট বিষয়ক সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসার মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং ইউরোপে ওয়ার্কপারমিট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর  কাজী নজরুল ইসলাম এভিনিউ’র বিশ্বসাহিত্য কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন হাঙ্গেরীর ইইউ ইউনিভার্সিটি গ্রুপ এর চিফ এক্সিকিউটিভ অফিসার জানোস পাহী। তিনি হাঙ্গেরীতে স্টুডেন্ট ভিসায় গেলে কি কি সুযোগ সুবিধা থাকবে, একজন বাংলাদেশি ছাত্রের জন্য করণীয় কী, ইউরোপের দেশগুলিতে পড়াশোনার খরচ কেমন, বসবাসের জন্য কেমন উপযোগী এবং ওয়ার্কপারমিট নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।   

সেমিনারটির আয়োজন করে খাজা আজমেরী ওভারসীজ। এ সময় উপস্থিত ছিলেন এর চেয়ারম্যান আকবর হোসেন, ম্যানেজিং ডিরেক্টর মিলন রহমান, ডিরেক্টর জিয়াউদ্দীন শাহ।

এসি