ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের উদ্ভাসন

অখিল পোদ্দার

প্রকাশিত : ১১:৫৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার | আপডেট: ০৮:০৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

১৯২০ সালের ১৭ই মার্চ। মধুমতি পারের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিলেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। গোপালগঞ্জ তখন মহকুমা। আর জেলা ছিল ফরিদপুর। বিস্ময় বালক মুজিবের বেড়ে ওঠা সেখানেই। দুরন্তপনা আর দস্যিবেলার এক পর্যায়ে স্কুলের হাতেখড়ি। ক্রমশ: জনপ্রিয় হয়ে ওঠা শেখ মুজিবের আদুরে নাম ছিল খোকা।  

তখন ছিল ব্রিটিশের শাসন। শহরে-গঞ্জে নানান সমস্যা। বহুমূখী কষ্টে জর্জরিত প্রান্তিক মানুষ। ছিল অনাচার। ইংরেজদের অত্যাচার নিত্যসঙ্গী। চারপাশের অগণিত মানুষ যখন অস্থির সময় পার করছিল তখন গণমানুষের কণ্ঠস্বর হয়ে উদয় হয়েছিলেন শেখ মুজিবুর রমান। 
১৯২৭ সালে তাঁর বয়স যখন সাত তখন স্থানীয় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন খোকা নামে খ্যাত শেখ মুজিব। প্রাতিষ্ঠানিক ছাত্রজীবনের সূচনা সেই থেকে। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
Email: podderakhil@gmail.com