ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প

কর্মসূচি স্থগিত করল আ.লীগ-বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগের বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) কর্মসূচি স্থগিত করা হয়েছে। তার আগে, একই কারণে বিএনপিও তাদের কর্মসূচি স্থগিত করে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলার সমাদ্দার বাপ্পির স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞপ্তিতে আয়োজিত শান্তি সমাবেশ স্থগিতের কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক প্রাণহানির ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ শোক দিবস পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের পূর্ব ঘোষিত রাজধানীর পল্লবীতে শান্তি সমাবেশ স্থগিত করা হলো।

এদিকে একই ঘটনায় বিএনপিও তাদের পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে।  

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে বলেন, “ঢাকায় পদযাত্রার কর্মসূচি ছিল। এ কর্মসূচির তারিখ পরে জানানো হবে। মূলত ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক প্রাণহানির ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্ত লাগোয়া গাজিয়ানতেপ শহরের কাছে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সবশেষ তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে শুধু তুরস্কেই মারা গেছে ১২ হাজার ৩৯১ জন। অন্যদিকে, সিরিয়ায় নিহতের সংখ্যা দুই হাজার ৯৯২ জন।
এসএ/