ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

হাইপারসনিক জেনারেটর তৈরি করলেন চীনের বিজ্ঞানীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

উত্তপ্ত গ্যাসকে হাইপারসনিক গতিতে ঘূর্ণায়মান করে উচ্চ বৈদ্যুতিক প্রবাহে পরিণত করতে পারে এমন শক্তিশালী জেনারেটর তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। এ জেনারেটর ভবিষ্যতের অত্যাধুনিক অস্ত্রসরঞ্জামগুলোতে বিপুল শক্তির যোগান দিতে সক্ষম হবে বলে জানিয়েছে দ্য স্টার।

বিজ্ঞানীদের দলে নেতৃত্ব দেওয়া চাইনিজ একাডেমি অব সায়েন্সেস এর অধীনে পরিচালিত ইনস্টিটিউট অব মেকানিক্সের সহকারী গবেষক ঝাং জিয়াওউয়ান জানান, এ জেনারেটরে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা দিয়ে মিলিটারি লেজার, মাইক্রোওয়েভ অস্ত্রসরঞ্জাম, রেলগান ও অন্যান্য শক্তি সরঞ্জামগুলোতে চার্জ দেওয়া যাবে।

বিজ্ঞানীরা বলছেন, প্রযুক্তিটি বেসামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে। পারমাণবিক ফিউশন শক্তি উৎপাদনের জন্য বা জরুরি পরিস্থিতিতে শক্তিশালী এসওএস সংকেত পাঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসের জন্য এর ব্যবহার হতে পারে।

গত ১৯ জানুয়ারি চীনা জার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্সে প্রকাশিত তথ্যে বলা হয়, আগের পরীক্ষা-নিরীক্ষাগুলোতে উৎপাদিত শক্তির চেয়ে ১০ গুণের শক্তি উৎপাদন করেছে এই মেশিন। বিস্ফোরণের প্রক্রিয়ায় কাজ করে এ জেনারেটর; অর্থাৎ বিস্ফোরণে গ্যাস দ্রুত গতিশীল প্লাজমাতে পরিণত হয়, এরপর প্লাজমার শক্তি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতে পরিণত হয়।

স্টার জানিয়েছে, একটি পরীক্ষায় দেখা গেছে- সিস্টেমটি হাইড্রোজেন-অক্সিজেন বিস্ফোরণের মাধ্যমে উচ্চ-শক্তির শকওয়েভ তৈরি করে। এ শকওয়েভগুলো আর্গন গ্যাসকে কমপ্রেস করে এবং শব্দের ম্যাক ১৪ গতি তৈরি করে। এতে নিষ্ক্রিয় গ্যাস উত্তপ্ত উচ্চ পরিবাহী প্লাজমাতে পরিণত হয়ে বৈদ্যুতিক চার্জযুক্ত আয়নে রূপান্তরিত হয়।

প্লাজমা একটি কম্পোনেন্টের ভেতর দিয়ে প্রবাহিত হয় যাকে বলা হয় ম্যাগনেটোহাইড্রোডাইনামিকস (এমএইচডি) জেনারেটর। এটি একটি টিউবের মতো যন্ত্র যা দ্রুত প্রবাহিত আয়ন থেকে শক্তি সংগ্রহ করতে পারে এবং আয়নকে বিদ্যুতে রূপান্তর করতে পারে।

এসি