ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

অল্প বয়সেই শেখ মুজিব শুদ্ধচিন্তা, মুক্তবুদ্ধির আদর্শ ধারণ করেছিলেন

ড. অখিল পোদ্দার

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

১৯২৯ সালে গোপালগঞ্জ সীতানাথ একাডেমিতে ভর্তি হন শেখ মুজিব। ক্লাস থ্রি’তে শুরু হয় বাঙালির মহান নেতার নতুন জীবন। গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ছেড়ে গোপালগঞ্জ শহরের পাবলিক স্কুলে ভর্তি হয়ে শুরুতেই চমক দেখান বাঙালির মহান নেতা। আজীবন তাঁর স্বপ্নে ছিল এদেশের স্বাধীনতা ও বাঙালি জাতিসত্ত্বার প্রতিষ্ঠা।

শৈশব থেকেই মুজিবের হৃদয় ধারণ করেছিল মুক্তবুদ্ধি, শুদ্ধচিন্তা আর প্রগতির আদর্শ। তাঁর চারিত্রিক দৃঢ়তার নেপথ্যে ছিল গণমানুষকে খুব কাছ থেকে জানা। হৃদয় দিয়ে উপলব্ধি করার গভীর অন্তর্দৃষ্টিও ছিল এই কিংবদন্তির। যা তিনি অর্জন করেছিলেন পরিবারের কাছ থেকে। দীক্ষা নিয়েছিলেন গৃহশিক্ষকের কাছ থেকেও। টুঙ্গিপাড়ার অতিদরিদ্র খেটে খাওয়া মানুষের নিরন্তর অভাব আর না পাওয়ার বেদনা দাগ কেটেছিল মহান মানুষটির মনে। 

১৯৩৪ সালে মাদারীপুরে ইসলামিয়া হাইস্কুলে পড়ার সময় বেরিবেরি রোগে আক্রান্ত হন বাঙালি জাতির জনক শেখ মুজিব। পড়ালেখায় তখন মারাত্মক ব্যাঘাত ঘটে।

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com