ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩ জন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে  ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ৯ জন। 

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৪২ জন ভর্তি আছে।  যার মধ্যে  ঢাকা বিভাগে ১৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২৫ জন।

১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৬৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৩০৯ জন এবং  ঢাকার বাইরে ভর্তি রোগী ৩৩৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের।

এ ছাড়া ডেঙ্গু রোগে আক্রান্ত ৫৯৪ জন ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরে গেছে। এর মধ্যে ঢাকায় ২৮৭ জন, ঢাকার বাইরে ৩০৭ জন।

এসবি/