ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন খাওয়ানোর কর্মসূচি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০২:২৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

অন্ধত্বরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরের মৌড়াইলস্থ সাহেরা গফুর উচ্চ বিদ্যালয় চত্তরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামউল্লাহ। 

এ সময় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়া হয়। 

ক্যাম্পেইনের উদ্বোধনকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাছান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খাইরুল ইসলাম, পৌরসভার টিকা সুপারভাইজার নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
ক্যাম্পেইনের আওতায় জেলার ৯৮টি ইউনিয়নের ২৪শ’ ৩৩টি কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৭ হাজার ৬৯২ শিশু ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ১৭০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 

এএইচ