ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

উত্তর কোরিয়া সোমবার স্বল্পপাল্লার দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সিউল এ কথা জানিয়েছে।

গত ৪৮ ঘন্টার মধ্যে উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এর আগে উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন প্রশান্ত মহাসাগরকে ‘ফায়ারিং রেঞ্জে’ পরিণত করার হুঁশিয়ারি দেন।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা উত্তর কোরিয়ার ছোঁড়া স্বল্পপাল্লা দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে যা দক্ষিণ পিয়ংগান এলাকার সুকচন থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

টোকিও থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উত্তর কোরিয়ার সন্দেহজনক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়ে এবং কোস্টগার্ডদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে উত্তর কোরিয়াও পরপরই এক বিবৃতিতে পূর্ব সাগরে একাধিক রকেট লাঞ্চার ব্যবহার করে দু’টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা বলেছে।

সোমবার এক বিবৃতিতে উত্তর কোরীয় নেতার বোন কিম ইয়ো জং বলেছেন, তার দেশ যে কোন হুমকি অনুভব করলে পিয়ংইয়ং অব্যাহত পাল্টা পদক্ষেপ নিতে থাকবে।

তিনি আরো বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর কর্মকান্ডের ওপর নির্ভর করবে ফায়ারিং রেঞ্জ হিসেবে আমরা প্রশান্ত মহাসাগরকে কতো ঘন ঘন ব্যবহার করবো।
এসএ/