ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

মেহেরপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় খোকন নামের একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। এছাড়া ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এই রায়ে দেন।

দণ্ডিত খোকন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুলের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌশুলী পিপি একেএম আসাদুজ্জামান জানান, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের এক শিশুকে ধর্ষণ করে খোকন। এই ঘটনায় ওই শিশুর মা বেলি খাতুন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা করেন।

বিচারক ঘটনার তদন্ত এবং সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির বিরদ্ধে এই রায় প্রদান করেন। 

রায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে ক্ষতিপূরণ বাবদ ধর্ষিতাকে ৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌশুলী পিপি একেএম আসাদুজ্জামান ও আসামি পক্ষে অ্যাডভোকেট গোলাম মোস্তফা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। 

মামলায় ১৬ জনের সাক্ষী গ্রহণ শেষে এই রায় দেন বিচারক। 

মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে মেহেরপুর সদর থানায় কর্মরত এসআই সুব্রত কুমার পাল।

এএইচ