ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

তুরষ্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ছাড়িয়েছে ৪৭ হাজার

আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৯:১৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ফের আঘাত হেনেছে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। এতে নিহত হয়েছে ৬ জন। আহত ৬ শতাধিক। নতুন করে ক্ষতিগ্রস্ত কিছু ভবনের নিচে চাপা পড়েছেন অনেকেই। খোলা আকাশের নিচে অসংখ্য মানুষ। তুরস্ক ও সিরিয়ায় দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। 

ইতিহাসের সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে না উঠতেই তুরস্কে আবারও ভূমিকম্পের আঘাত। ভূকম্পন অনুভূত হয়েছে পাশের দেশ সিরিয়া, লেবানন ও মিসরেও।

স্থানীয় সময় গতরাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা। 

দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর ৩২টি পরাঘাত অনুভূত হয়েছে। এর একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। 

নতুন করে হওয়া ভূমিকম্পে বিধ্বস্ত শহরটির আকাশে ধুলোর মেঘ উড়তে দেখা গেছে। অনেক বেশি ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দেয়াল ভেঙে পড়েছে। বহু মানুষ ভাঙা ভবনের নিচে চাপা পড়ে ও আহত হয়ে সাহায্য প্রার্থনা করছেন। 

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে প্রবেশ না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে সতর্কবার্তা জারি করেছে তুরস্ক সরকার।

তুরস্ক সফরে গিয়ে এই অঞ্চলের জন্য আরও ১শ’ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 

এর আগে ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪৭ হাজার।

এসবি/