ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

শুকিয়ে যাচ্ছে ভ্যানিসের ঐতিহ্যবাহী ক্যানেল

আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

বৈরি আবহাওয়ায় শুকিয়ে যাচ্ছে ভ্যানিসের ঐতিহ্যবাহী জলপথ। সারি সারি শুষ্ক খালে বিশেষ ধরনের নৌকা গন্ডোলা চলাচলে সৃষ্টি হচ্ছে বাধা। কমে যাচ্ছে পর্যটক। 

পৃথিবীর সবচেয়ে রোমান্টিক নগরী ইতালির ভেনিস। পানির ওপর ভেসে থাকা দৃষ্টিনন্দন প্রাসাদ, তার গা ঘেঁষে একে-বেঁকে বয়ে চলা স্বচ্ছ লেকের জন্য এর খ্যাতি ভুবনজোড়া।

অপূর্ব সুন্দর এই শহরটি সারা বছরই পর্যটকের ভিড়ে থাকে মুখরিত। 

সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে শীতকালীন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে ইতালিতে। গত গরমের জরুরি অবস্থার পর আরেকটি খরার শঙ্কায় পড়েছে দেশটি।

বৃষ্টির অভাব, উচ্চ বায়ুচাপ, পূর্ণিমা ও সামুদ্রিক স্রোতের তারতম্যকে এ বিপর্যয়ের কারণ হিসেবে ধরা হচ্ছে। এ বছর আল্পস পর্বতে স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকেরও কম তুষারপাত হয়েছে। 

অস্বাভাবিকভাবে নিম্ন জোয়ারের কারণে ভেনিসের খালগুলোতে চলাচল করা অসম্ভব হয়ে উঠেছে। ফলে পর্যটক হারাচ্ছে দেশটি।

গত জুলাই মাসে ইতালির পো নদীর আশপাশের এলাকায় পানির প্রবাহ কম থাকায় জরুরি অবস্থা  ঘোষণা করা হয়। ওই সময় ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মধ্যে পড়েছিল দেশটি।

তবে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস, আসছে দিনগুলোতে আল্পসে তুষারপাত ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের ইঙ্গিত দেয়া হয়েছে।  

এএইচ