ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

উকালতনামায় সই করার আগেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

বাবার মৃতদেহের সামনে ছেলের আহাজারি

বাবার মৃতদেহের সামনে ছেলের আহাজারি

বিচারের জন্য এসেছিলেন হাইকোর্টে। মামলার সব কাগজপত্র প্রস্তুতি সম্পন্ন করে উকালতনামায় স্বাক্ষর করতে আইনজীবীর চেম্বারে যান। কিন্তু স্বাক্ষর করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মো. সারুল্লাহ সাইদ নামে ওই বিচারপ্রার্থী। বুধবার হাইকোর্টে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার যাত্রাবাড়ি থেকে সকালের দিকে মামলার কাজে হাইকোর্টে আসেন মো. সারুল্লাহ সাইদ। আইনজীবি যখন মামলার কাগজপত্র তৈরি করছিলো, তখন হাইকোর্টের বারান্দায় সময় কাটাচ্ছিলেন সাদরুল। মামলার কাগজপত্র প্রস্তুত হলে আইনজীবীর চেম্বারে যান। মামলার উকালতনামায় সই করার সময় হঠাৎ ঢলে পড়েন সাদরুল। 

তাৎক্ষণিক সাদরুলের ছেলে রাব্বী তাকে হাইকোর্টের বারান্দায় শুইয়ে দেন। ভীড় জমে যায় বারান্দায়। ততক্ষণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। উকালতনামায় লিখা হয়নি আর নাম। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপর সাদরুলকে নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে। 

সাদরুলের ছেলে রাব্বি জানান স্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর বাবার।