ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

দাঙ্গায় মুসলিমদের রক্ষা করেন শেখ মুজিব

ড. অখিল পোদ্দার

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

১৯৪৬ সালের ১৬ আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের সময় কলকাতায় সংঘর্ষ বাধে। হিন্দু বনাম মুসলমানের মধ্যকার দাঙ্গায় শেখ মুজিব মুসলিমদের রক্ষা করে দাঙ্গা প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা রাখেন। 

ভারত ও পাকিস্তান কর্তৃত্বের বাইরে অবিভক্ত স্বাধীন বাংলা গঠনে যুক্তবাংলা আন্দোলনে সম্পৃক্ত হন তিনি। পরবর্তীকালে ভারত ও পাকিস্তান সৃষ্টি নিশ্চিত হলে আসাম প্রদেশের বাঙালি মুসলমান অধ্যুষিত সিলেট জেলার ভাগ্য নির্ধারণে গণভোট হয়। শেখ মুজিব সেই গণভোটে পাকিস্তানে অন্তর্ভুক্তির পক্ষে সংগঠক ও প্রচারক হিসেবে কাজ করেন। অন্তত ৫০০ কর্মী নিয়ে এ সময় কলকাতা থেকে সিলেট গিয়েছিলেন তিনি। গণভোটে জয়লাভ সত্বেও করিমগঞ্জ পাকিস্তান অংশে না থাকা এবং দেশভাগের সীমানা নির্ধারণের সময় পূর্ব পাকিস্তানের বিভিন্ন ভৌগোলিক অপ্রাপ্তির বিষয় নিয়ে ক্ষুব্ধ হন তিনি।  

১৯৪৭ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় গণতান্ত্রিক যুব কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। শেখ মুজিব তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একদিকে দেশ ভাগ অপরদিকে বিএস পাস। অতপর কলকাতা ছাড়েন শেখ মুজিব। ইসলামিয়া কলেজে বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষটিতে তিনি বহুদিন বাস করেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার ১৯৯৮ সালে কক্ষটি জাদুঘরে রূপ দেয়। বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের পাশাপাশি বেকার হোস্টেলে মুজিবের আবক্ষ ভাস্কর্যও রয়েছে। 


( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com