ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শেখ মুজিব

ড. অখিল পোদ্দার

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

রাষ্ট্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এর জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৪৭ সালের সেপ্টেম্বরে। ততোদিনে ব্রিটিশ ভারত থেকে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। অত:পর মুজিব ফিরে এলেন পূর্বপাকিস্তানে। ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ছন্দোবদ্ধ জীবনের আরেক নতুন অধ্যায় শুরু হলো তাঁর।

যদিও আইন বিষয়ে পড়বার ইচ্ছে তাঁর আগের থেকেই। এই বিভাগে মুজিবের রোল হলো ১৬৬। যুক্ত হলেন সলিমুল্লাহ মুসলিম হলে। বলাবশ্যক, শেখ মুজিবুর রহমান কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি সম্পন্ন করেছিলেন। দেশবিভাগের পর পরই তিনি ফিরে আসেন ঢাকায়। এসএম হলে সংযুক্ত মুজিব থাকতেন পুরান ঢাকার মোগলটুলিতে। বিশ্ববিদ্যালয়ে আসতেন সাইকেল চালিয়ে। আইন বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট তখন এম ইউ সিদ্দিক। ভর্তির সময় যিনি মুজিবকে পড়ালেখার প্রতি বিশেষ গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছিলেন। বিশেষ এই ছাত্রের মধ্যে আলোকচ্ছটার সন্ধান পেয়েছিলেন তিনি। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com