ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দিলেন মার্সেলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দিলেন ব্রাজিরিয়ান সুপারস্টার মার্সেলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নতুন গন্তব্যের নাম প্রকাশ করলেন বিশ্বসেরা এই লেফটব্যাক।

ফ্লুমিনেন্সে তার আগুনঝড়া পারফরম্যান্সে নজর পরে রিয়াল মাদ্রিদের। চড়া দামে কিনে নেয় তাকে। এরপর ১৫টি মৌসুম কাটিয়ে দেন লস ব্লাঙ্কোদের জার্সিতে। 

রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী ফুটবলার ছিলেন মার্সেলো। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যানে ঘাটতি পড়লে জায়গা হারিয়ে ফেলেন শুরুর একাদশে। 

চলতি মৌসুমে যোগ দেন অলিম্পিয়াকোসে। সেখানেও উন্নতির ছোঁয়া না পেয়ে শেষমেষ শৈশবের ক্লাবেই ফিরতে হলো তাকে।

এএইচ