ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

আইসিটি প্রতিমন্ত্রী পলক আবারও করোনায় আক্রান্ত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর এপিএস মোঃ রাকিবুল ইসলাম। 

প্রতিমন্ত্রী তার নিজের ফেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

এপিএস রাকিবুল ইসলাম জানান, আজ সোববার মন্ত্রী পরিষদের সভা থাকায় মাননীয় মন্ত্রী গতকাল রোববার করোনা পরীক্ষা করান। পরীক্ষায় করোনা পজেটিভ রেজাল্ট আসে। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। 

গত কয়েকদিন তার সংস্পর্ষে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বলেছেন প্রতিমন্ত্রী।

এপিএস আরও বলেন, প্রতিমন্ত্রী পলক তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।  

উল্লেখ্য, প্রতিমন্ত্রী পলক ও তার দুই ছেলে গত বছরের ৯ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এএইচ