ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৬ ১৪৩২

ফরিদপুরে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ফরিদপুরে অসহায় দরিদ্র দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে আদর্শ পাঠাগার নামের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার দুপুরে শহরের চরকমলাপুর এলাকায় এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন।
 
আদর্শ পাঠাগারের সভাপতি ফয়সাল আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. এম এম শাহিনুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মনিরুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফা।
 
অনুষ্ঠানে অসহায় দুই শতাধিক নারী পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
কেআই//