ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে লাশ হলেন নুরনবী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে এক সপ্তাহের মধ্যে লাশ হলেন মিরসরাইয়ের মো. নুরনবী (৪০)। ভাগ্যের নির্মম পরিহাস গত ২২ ফেব্রুয়ারি ওমান যান তিনি। ১ মার্চ সকালে কর্মস্থলে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নবী। 

নুরনবী মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মরহুম আমির হোসেনের ছেলে।

জানা গেছে, পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে গত ২২ ফেব্রুয়ারি ওমানে পাড়ি জমান নুরনবী। ১ মার্চ তিনি প্রথমদিন কাজে যাওয়ার পথে সড়কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নুরনবীর মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম চলছে।

একই এলাকার বাসিন্দা ওমান প্রবাসী মো. বাবুল জানান, “আমরা একই রুমে থাকতাম। কাজে যাওয়ার প্রথম দিন বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ এখনও ওই হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে ফেরত পাঠাতে কয়েকদিন সময় লাগবে।”

১৪নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, নুরনবীর মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। পরিবারের ভাগ্য ফেরাতে মাত্র এক সপ্তাহ আগে প্রবাসে পাড়ি জমান নবী। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়লো। 

এএইচ