ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

ইরানে ফের বিষাক্ত গ্যাস হামলা, অর্ধশতাধিক স্কুলছাত্রী হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০ এএম, ৫ মার্চ ২০২৩ রবিবার

নতুন করে বিষাক্ত গ্যাস হামলায় অসুস্থ হয়ে পড়ায় ইরানের পাঁচটি প্রদেশের ৩০টি বেশি স্কুলের অর্ধশতাধিক স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানের পশ্চিম হামেদান প্রদেশের পাশাপাশি উত্তর-পশ্চিমের জাঞ্জান ও পশ্চিম আজারবাইজান, দক্ষিণের ফারস এবং উত্তরের আলবোর্জ প্রদেশে শুক্রবার এই বিষক্রিয়ার ঘটনা ঘটে। 

তবে তাদের সবার অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রশাসন বলছে, ইরানকে দোষারোপ করার জন্য শত্রুরা এমনটি করছে। 

বিষয়টির দিকে নজর রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মেয়ে শিক্ষার্থীদের ওপর গ্যাস হামলার ঘটনাকে ‘জনসাধারণের মাঝে ভীতি ও হতাশা তৈরি করার জন্য শত্রুদের ষড়যন্ত্র’ হিসাবে অভিহিত করেছেন তিনি।

মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা হিসাবে দুর্বৃত্তরা দেশজুড়ে বিষাক্ত গ্যাস হামলা চালাচ্ছে বলে দেশটির সরকার ধারণা করছে। গত তিন মাস ধরে দেশটির রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় কওম শহরের শত শত স্কুলছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। 

এএইচ